একজন দক্ষ অভিনেতা হিসেবেই পরিচিত ও জনপ্রিয় আবুল হায়াত। নাটক ও সিনেমার অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি তিনি মাঝে মধ্যে নাটক পরিচালনার কাজটি করেন।
বিশেষ কোনো উৎসব কিংবা আয়োজনে তাকে নাটক পরিচালনা করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় আগামী ঈদের একটি একখণ্ডের নাটক পরিচালনা করছেন এই নাট্য ব্যক্তিত্ব।
নাটকটির নাম ‘একজন সুস্থ মানুষের চিঠি’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপও দিয়েছেন তিনি। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে চলছে নাটকটির শুটিং।
এ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ইরেশ যাকের ও জাকিয়া বারী মম।
নাটকটি নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, রাবেয়া খাতুনের বেশ জনপ্রিয় একটি গল্প নিয়েই নাটকটির গল্প তৈরী করেছি। তাছাড়া নাটকটি ঈদে প্রচার হওয়ায় কারণে এর আলাদা একটি গুরুত্ব রয়েছে। দর্শক যেন আগ্রহ নিয়ে নাটকটি দেখেন, ঠিক সেভাবেই এটি নির্মাণ করছি আমি। আশা করছি ঈদের আনন্দযজ্ঞে নাটকটি দর্শকের ভালো লাগবে।
এই নাটকটি আগামী ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হবে। এদিকে করোনাকাল শুরু হওয়ার পর দীর্ঘদিন আইসোলেশনে ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে অভিনয় ও নাটক পরিচালনার কাজ নিয়মিত করে যাচ্ছেন আবুল হায়াত। নাটক ছাড়াও গত কয়েক মাসে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে।