Close

কোথায় আছেন সোহেল-দিতির সন্তানরা

digir

ঢাকাই সিনেমার তারকা জুটি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির দুই সন্তান শাফায়েত চৌধুরী ও লামিয়া চৌধুরী। ১৯৯৮ সালে বাবা এবং ২০১৬ সালে মাকে চিরতরে হারিয়েছেন তারা।

এই তারকা জুটির দুই সন্তান অনেকরা নিভৃতচারী। শাফায়েত দেশ ছেড়ে কানাডায় থিতু হয়েছেন। অন্যদিকে লামিয় ঢাকাতেই থাকেন।

কানাডার রিয়ারসন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে নেদাল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিপণন প্রতিষ্ঠানে চাকরি করছেন শাফায়েত।

গত বছরের মাঝামাঝি নেদাল্যান্ডসের এক তরুণীকে স্থায়ীভাবে আমস্টারডামে বসবাস করছেন শাফায়েত।

লামিয়াও পড়াশোনা করেছেন কানাডায়। টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। দিতির মৃত্যুর পর ২০১৬ সালে তার ইচ্ছা অনুযায়ী ‘দুই পুতুল’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন লামিয়া। এরপর আর নিয়মিত দেখা যায়নি তাকে।

বর্তমানে ঢাকাতেই বসবাস করছেন লামিয়া। ফেসবুকে একটি পেইজ খুলে ফাস্টফুড সরবরাহ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

১৯৯৮ সালে বনানীর এক ক্লাবের সামনে সন্ত্রাসীদের হাতে খুন হন সোহেল চৌধুরী। ২০১৬ সালে ক্যান্সারে মা দিতিকে হারান তারা।

বাবার মৃত্যুর দুই যুগ পেরোলেও এখনও বিচার পাননি তারা। মঙ্গলবার সোহেল চৌধুরী হত্যামামলার মূল আসামির একজন আশীষ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত শতকের ৮০ এর দশকে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচির মাধ্যমে ঢাকার চলচ্চিত্র খুঁজে পেয়েছিল দিতি ও সোহেল চৌধুরীকে।  চলচ্চিত্র অঙ্গন থেকে ব্যক্তিজীবনেও জুটি বাঁধেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top