Close

চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীনকে শো-রুম উদ্বোধন করতে দেয়নি

‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে রিয়াজুদ্দিন বাজার আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের।

এ প্রসঙ্গে খুকি লাইফস্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, ‘আজ শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর থাকার কথা ছিল। তিনি চট্টগ্রামেও এসেছেন। তবে ব্যক্তিগত কারণে উনি শো-রুম উদ্বোধনের স্থলে আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। এ বিষয়ে আমি আর কিছুই বলতে পারবো না।’

রিয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব জানান, ‘আজ খুকি লাইফস্টাইল শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছিল। আমার ব্যক্তিগত কাজ থাকায় যেতে পারিনি। কী কারণে অভিনেত্রী মেহজাবীন ওই শো-রুম উদ্বোধন করতে পারেননি জানি না।’

এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন চট্টগ্রামেরই মেয়ে মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন চৌধুরীর এই ঘোষণা আসার পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদী জনতার ব্যানারে’ কিছু মানুষ।

সেই ব্যানারটি রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে নিয়ে শো-রুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তৌহিদী জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

শেষ পর্যন্ত আজ মেহজাবিন চৌধুরীকে ছাড়াই উদ্বোধন করা হলো ‘খুকি লাইফস্টাইল’-এর শো-রুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top