Close

জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যার শেষ বক্তব্য

প্রিয় দেশবাসী,

আমি পদত্যাগ করেছি,
শুধু মাত্র লাশের মিছিল জেনো না দেখতে হয়

তোমাদের (ছাত্রদের) লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিলো ওরা, আমি হতে দেয়নি, ক্ষমতা দিয়ে এসেছি।

ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্টমার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম।

অনুরোধ রইলো তোমরা ব্যাবহার হয়ো না।

আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাঁদের জেনো বিচার করা হয়।

হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝড়তো, আরো সম্পদ ধ্বংস হতো।

আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি, তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি।

আমার কর্মীরা যাঁরা আছেন, কেউ মনবল হারাবেন না।

আওয়ামী লীগ বার বার উঠে দাঁড়িয়েছে। আপনারাই দাঁড় করিয়েছেন। আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ।

পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। যে মানুষের জন্য আমার বাবা, আমার পরিবার জীবন দিয়েছে।

খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতা কর্মীকে হত্যা ও বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ করেছে॥

আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন।

আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে।

ঐদিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইলো।
তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে।

তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস।

ভালো থেকো আমার দেশের মানুষ,
ভালো রেখো আমার সোনার বাংলাকে,

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top