জার্মানিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জার্মান আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তোপের মুখে পড়েন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের সভাপতি শেখ হাসিনা।
জার্মান আওয়ামী লীগের একাধিক সূত্র জয়বাংলা প্রতিদিন ডটকমকে জানায়, জার্মানির কোলন শহরে স্থানীয় সময় দুপুর একটায় দলের আলোচনা সভা শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেখ হাসিনার বক্তব্য চলাকালে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন দলের প্রভাবশালী নেতা হাছান মাহমুদ।
একাধিক সূত্রমতে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পর হাছান মাহমুদের উপরে চড়াও হন জার্মান আওয়ামী লীগের ৮-১০জন নেতাকর্মী। আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন মাইকে হাছান মাহমুদের উদ্দেশে বলেন, দলের এই দুরাবস্থার জন্য আপনারা দায়ী। আপনাদের জন্যই দেশের আজ এই অবস্থা। আজকে আপনাকে জবাব দিয়ে যেতে হবে। জবাব না দিয়ে যেতে পারবেন না। হাছান মাহমুদ অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পরপরই স্থানীয় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। আওয়ামী লীগের বর্তমান দুর্দশা ও দুর্নীতির অন্যতম কুশীলব হিসেবে সরাসরি তাকে দায়ী করেন। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তিনি নীরবে সভাস্থল ছেড়ে যান।
দলের নেতাকর্মীদের এমন আচরণে বিব্রত হন হাছান মাহমুদ। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন একজন কর্মী। পরে তার ফোন থেকে এ ভিডিও ডিলিট করে দেন অন্য নেতারা।
দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী বকুল ভূঁইয়া ও জার্মান আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান খান নুরী।