Close

টেলিগ্রামের সিইও প্যারিসে গ্রেপ্তার 

Founder and CEO of Telegram Pavel Durov delivers a keynote speech during the Mobile World Congress in Barcelona, Spain February 23, 2016. REUTERS/Albert Gea

বিবিসিঃ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ফ্রান্স পুলিশ। শনিবার (২৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ানের প্রতিবেদেন বলা হয়েছে, পাভেল দুরভ নিজ বিমানে করে শনিবার সন্ধ্যায় প্যারিসের লো বোর্জে বিমানবন্দরে অবতরণ করলে গ্রেপ্তার করা হয়।

টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে ৩৯ বছর বয়সী রুশ বংশোদ্ভূত দুরভ গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

দুরভকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে। তারা প্রাথমিকভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top