ফ্রান্সের প্যারিসে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় ফ্রান্স আওয়ামী লীগ এ প্রতিবাদ সভা আয়োজন করে।
সভার প্রধান অতিথি ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সন্ম্পাদক মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নিয়েছে। তবে বিএনপি জামাত শিক্ষার্থীদের আন্দোলনকে হাতিয়ার হিসেবে নিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে। বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রোরেল, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে। যারা ইতিহাসের ন্যক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। এ জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
প্যারিসে বসে দেশের চলমান ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের দেয়া বিবৃতি দেশবিরোধিতার শামিল বলে মন্তব্য করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম। ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের দেশ বিরুধী কর্মকান্ডের তীব্র নিন্দা জানানো হয়।
তিনি আরও বলেন, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, মেট্রোরেল স্টেশনে হামলা ও পোড়ানো হয়েছে। এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা। ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি এর তীব্র নিন্দা জানান।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানান ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ। তিনি আরও বলেন, আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটি সবার জন্য স্বস্তির খবর। দ্রুত সময়ের মধ্যে তাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ। বক্তব্য রাখেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ উপস্হিত নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।