Close

শিবির ক্যাডার নাছির জামিনে মুক্ত

দীর্ঘ ২৬ বছর পর কারামুক্ত হলেন চট্টগ্রামের দুর্ধর্ষ ‘শিবির ক্যাডার’ নাছির উদ্দিন ওরফে শিবির নাছির (৫৯)। রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নাছির উদ্দিনের বিরুদ্ধে সর্বশেষ দুটি মামলা ছিল। দুটি মামলায় জামিননামা আদালতে আসার পর যাচাই-বাছাই শেষে আজ রবিবার সন্ধ্যা ৭টায় তাকে মুক্তি দেওয়া হয়।’

জানা যায়, ডাবল, ট্রিপল হত্যাসহ ৩৬টি মামলার আসামি ছিলেন নাছির। এর মধ্যে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিন হত্যাসহ একাধিক মামলা ছিল। তবে বেশির ভাগ মামলায় তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি। এসব চাঞ্চল্যকর মামলায় সাক্ষী না পাওয়ায় তিনি ৩১টি মামলায় খালাস পেয়েছেন। দুটির সাজার মেয়াদও তিনি ইতোমধ্যে ভোগ করে ফেলেছেন। চট্টগ্রামের অপরাধ জগতে এক আতঙ্কের নাম ছিল নাছির।

 ১৯৯৮ সালের ৬ এপ্রিল চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে নাছিরকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, ১৯৯৭ সালে নগরীর চকবাজার এলাকায় তাকে ধরতে পুলিশের অভিযানের সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই সময় যা চট্টগ্রামে খুব আলোচনার জন্ম দেয়। পরে ১৯৯৮ সালের এপ্রিলে চট্টগ্রাম কলেজের একটি ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রচার আছে, বেশির ভাগ মামলায় জামিন হয়ে যাওয়ায় গত কয়েকবছরে তার কারাগার থেকে ছাড়া পাওয়ার সুযোগ হয়েছিল। তবে র‌্যাব ও পুলিশের ‘ক্রস ফায়ারের’ ভয়ে নাছির তার বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলোতে জামিনের আবেদন করতেন না। ২০২২ সালে ‘ক্রস ফায়ার’ বন্ধ হলে তিনি মামলাগুলোতে জামিনের আবেদন করেন। তবে আদালত সেগুলো নামঞ্জুর করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top