Close

শুধু নামাজের সময় মসজিদে এসি চলবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নামাজের সময়সূচি ছাড়া অন্য সময়ে এসি বন্ধ রাখতে হবে।

সোমবার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে, সকালে জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আজ সোমবার থেকে বন্ধ রাখা হবে বলে জানান তিনি। এছাড়া রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি মসজিদে এসি বন্ধ রাখতে তাগিদ দেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা এবং সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top