সেলিম ওয়াদা শেলু, প্যারিস থেকে: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী সভা করেছে ফ্রান্সে বসবাসরত বৃহত্তর সিলেট বাসীরা।
রবিবার (৪ জুন) প্যারিসে কুটুমবাড়ী রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্রান্সে বসবাসরত বৃহত্তর সিলেট বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন কয়েছ এর সভাপতিত্বে ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণসম্পাদক ফয়সল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট সমিতির সাবেক সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ চৌধুরী, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ। ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, সাইদুর রহমান সাঈদ। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, যুবলীগ নেতা কামরুল হাসান সেলিম, মারুফ চৌধুরী, আতিকুল হাসান, মনসুর আহমদ, হাসান সিদ্দিক, ইকবাল হোসেন সুমন,স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আল দীন, রিপন মজুমদার, মাধব কান্তি দে, জয়নুল আবেদিন সহ বৃহত্তর সিলেটের নেতৃবৃন্দ।
সভায়, প্রবাসী অধ্যুষিত সিলেট নিয়ে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিয়ে ‘স্মার্ট সিলেট ‘ গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে হবে। আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে প্রবাসী বাংলাদেশিদের দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দরা।