Close

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে দাবি আ. লীগের

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতারা এবং ১৪ দলীয় জোটের শরিক কয়েকটি দলের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলাকে ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে দাবি করেছে ক্ষমতাচ্যুত দলটি। একই সঙ্গে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের এবং অবৈধ ও প্রহসনমূলক বিচার প্রক্রিয়া শুরু করেছে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এটি নিন্দিত হবে। বাংলাদেশের মানুষ এবং বিশ্ব সম্প্রদায় এই ষড়যন্ত্রমূলক উদ্যোগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে এসব কথা বলা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন উল্লেখ করে আরও বলা হয়ইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটার নিয়োগ দেওয়া হয়। প্রহসনমূলক বিচারের লক্ষ্যে দলীয় ব্যক্তিদের ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করা হয়। ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করার লক্ষ্যে এই ট্রাইব্যুনালকে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top