আমার বায়ান্ন
-কুতুব বখতেয়ার
(৫২ স্বরণে ৫২ পংক্তি)
তুমি আরম্ভ, তুমি স্তম্ভ
তুমি দেয়াল, তুমি দম্ভ
তুমি সাগর, তুমি অফুরন্ত
তুমি পাহাড়, তুমি দিগন্ত
তুমি গতি, তুমি অনন্ত
তুমি খ্যাতি, তুমি আনন্দ
তুমি সংগ্রাম, তুমি সাফল্য
তুমি গৌরব, তুমি ঐতিহ্য
তুমি বিপ্লব, তুমি বিদ্রোহ
তুমি পুনর্বাসন, তুমি জাগ্রত
তুমি যুদ্ধ, তুমি স্বাধীনতা
তুমি গীতি, তুমি কবিতা
তুমি সত্য, তুমি সঠিক
তুমি অমৃত, তুমি রসিক
তুমি উৎসাহ, তুমি উদ্যম
তুমি সাহস, তুমি সংযম
তুমি সুশৃঙ্খল, তুমি শক্তি
তুমি সংযত, তুমি ভক্তি
তুমি নির্মান, তুমি নির্মল
তুমি নির্ভুল, তুমি কোমল
তুমি অপরাজেয়, তুমি অক্ষয়
তুমি অমর, তুমি অব্যয়
তুমি পাল, তুমি পতাকা
তুমি হাল, তুমি বলাকা
তুমি শিল্প, তুমি মানচিত্র
তুমি বিশ্বাস, তুমি মিত্র
তুমি বিনয়, তুমি নম্র
তুমি শান্তি, তুমি অগ্র।
তুমি আদর্শ, তুমি প্রগতি
তুমি অর্জন, তুমি রাজনীতি
তুমি অটুট, তুমি অশেষ
তুমি সম্মান, তুমি স্বদেশ
তুমি মঙ্গল, তুমি উচ্ছাস
তুমি সুখ, তুমি উল্লাস
তুমি ঝর্ণা, তুমি হরিণী
তুমি ছন্দ, তুমি রাগিনী
তুমি সুশীল, তুমি স্বপ্নীল
তুমি শীতল, তুমি বর্ণীল
তুমি স্পন্দন, তুমি অবিচল
তুমি প্রতিজ্ঞা, তুমি মনোবল
তুমি গতি, তুমি মহারথি
তুমি সংগ, তুমি সারথী
তুমি একতারা, তুমি ঢাকডোল
তুমি জননী, তুমি প্রথমবোল
তুমি উপন্যাস, তুমি গল্প
তুমি কাব্য, তুমি সংকল্প
তুমি হলে জগৎ সেরা
তুমি মনের সকল আশা
তুমি আমার ভাললাগা
তুমি আমার ভালবাসা
ওগো প্রিয় মাতৃভাষা…
ওগো প্রাণের বাংলা ভাষা।
লেখক: কুতুব বখতেয়ার