Close

নোয়াখালী ৩ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন কাসেম

নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংসদীয় আসন-২৭০ নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম। রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম এ কাসেম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রিয় আপা, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে বেগমগঞ্জ বাসীর ভোটে আমি এমপি নির্বাচিত হবো ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার এলাকার সবাইকে নিয়ে আমি একসাথে কাজ করবো, ইনশাল্লাহ। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

প্রসঙ্গতঃ ১৯৫৪ এর ১২ ডিসেম্বর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজিপুর গ্রামের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম নেন এম এ কাসেম। চৌমুহনী মদন মোহন উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও চৌমুহনী এস. এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
এম এ কাসেম কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে, তখন নোয়াখালী সদরে যেই কয়জন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের একজন এম এ কাসেম। বর্তমানে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top