Close

ক্ষমা কর পিতা- কুতুব বখতেয়ার

ক্ষমা কর পিতা

১৫ তারিখটা কাঁদছে
আগষ্ট কাঁদছে
কাঁদছে ৭৫ থেকে বর্তমান
কেঁদে কেঁদেই যাবে
অনন্ত মহাকাল।

কাঁদছি আমি, কাঁদছে বাঙ্গালী,
কাঁদছে বিশ্ব-ভূবন…
তোমাকে হারিয়ে বুঝেছে বাঙ্গালী
ছিলে তুমি কত আপন।

তুমি না এলে ধরনীর বুকে
কোথায় পেতাম বাংলাদেশ,
কি নিষ্টুর ওরা, তার বদলে
স্বপরিবারে তোমায় করল শেষ।

হায়েনার দল রাত্রি গভীরে
চালায় স্টেনগান,
বুকটা পিতার ঝাঝড়া করল
কেড়ে নিল তাজা প্রান।

ঢলে পড়ল তোমার বাংলায়
তোমারি নিথর দেহখানি,
আসমান জমিন উঠল কেপে
পারেনি সইতে এ সম্মানহানি।

পনের আগস্ট, পচাত্তরে
যদি থাকতাম আমি,
তোমার হত্যার বদলা চেয়ে
সপে দিতাম জীবন খানি।

সেই সাত থেকে আজ ১৭কোটি
তোমার বঙ্গ সন্তান,
তোমার স্বপ্নের সোনার দেশ গড়তে
তোমারই আদর্শে হচ্ছে বলিয়ান।

ক্ষমা কর পিতা, ক্ষমা চাই মোরা
চাইযে তোমার মাগফিরাত,
তোমার শোককে শক্তি করে
আনব চিনিয়ে আলোর প্রভাত।

জাগ বাঙ্গালী, জেগে উঠ
আর কত ঘুমাবে হায়,
জারজদের যত ষড়যন্ত্র
মুছে দিতে হবে,
আয়রে সবাই আয়।

লিখেছেনঃ কুতুব বখতেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top