চট্টগ্রাম ডেস্ক, জয়বাংলা প্রতিদিন ডটকমঃ বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র পরিচালনাধীন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি হাটহাজারীর ছিপাতলী ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়নের শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান এবং বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ শনিবার ১৬ জুলাই স্থানীয় ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ফরিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও সাবেক নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মোবারক।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল মোবারক তার বক্তব্যে বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর আমরা এই ইউনিয়নকে আলাদা একটা ইউনিয়ন করি। আমাদের ছিপাতলী ইউনিয়নের মধ্যে দু’জন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল একজন মোহাম্মদ মিয়া অন্যজন আবদুস সাত্তার। তারা আজ আমাদের মাঝে নেই। ছিপাতলীর অন্য মুক্তিযোদ্ধা সহ যারা ইন্তেকাল করেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করছি”।
দেশের বর্তমান উন্নয়ন নিয়ে তিনি আরো বলেন, “আজ আমরা যে পাকা রাস্তা দিয়ে গাড়ী নিয়ে চলাফেরা করছি এগুলোর সব অবদান মুক্তিযোদ্ধাদের, তাঁরা দেশ স্বাধীন না করলে আমরা আজ এই অবস্হায় আসতে পারতাম না। দেশের এই সুন্দর অবস্হার সব কৃতিত্ব বীর মুক্তিযোদ্ধাদের”।
প্রধান বক্তা ছিলেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ। পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হাটহাজারী ৬নং ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আহসান লাভূ। স্বাগত বক্তব্য রাখেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুরুল আবেদীন জসীম।
অনুষ্ঠানে সামাজিক অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মোবারক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ফরিদ আহমদ, চৌধুরী শাহাব উদ্দিন আহাম্মদকে সম্মাননা প্রদান করা হয়। চিকিৎসা সেবায় ডা. আবুল খায়েরকে শ্রেষ্ঠ প্রবীন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সামাজিক অবদানের জন্য ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল মুহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ নুরুল আহসান লাভূ, চিকিৎসা ক্ষেত্রে ডা. আবু সৈয়দ রাশেদুল হাসান, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সিপ্লাস টিভির সিইও সাংবাদিক আলমগীর অপু। করোনাকালীন অক্সিজেন সেবায় মোহাম্মদ একরাম উদ্দিনকে ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তান হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে শারিরীকভাবে দুর্বল কয়েকজন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু তার বক্তব্যে বলেন, ছিপাতলীর কোন ছাত্র অর্থের অভাবে যাতে লেখাপড়া থেকে বিরত না থাকে তার জন্য সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। তিনি স্হানীয় শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটিকে বুদ্ধিভিত্তিক বিতর্ক অনুষ্ঠান আয়োজন করার জন্য অনুরুধ জানান। উক্ত বিতর্ক অনুষ্ঠানের জন্য তিনি একলক্ষ টাকার প্রাইজ মানি ঘোষনা করেন। তিনি আরো বলেন, এই ছিপাতলী থেকেই আমরা আগামীতে দেশের শ্রেষ্ঠ সন্তান তৈয়ার করতে চাই। তার জন্য যা যা করার প্রয়োজন তার সব সহযোগিতা করতে আমি প্রস্তুত।
অনুষ্ঠান পরবর্তীতে প্রবীণদের জন্য নির্মিত “বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ফরিদ আহমদ প্রবীণ সামাজিক কেন্দ্র” উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উক্ত কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের জন্য এ ধরনের মহতী কর্মসূচি বাস্তবায়নের জন্য মমতা ও পিকেএসএফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।