জয় বাংলা
তুমি মুক্তিযুদ্ধের প্রথম বোল
জয় বাংলা
তুমি স্বাধীনতার প্রথম স্লোগান
জয় বাংলা
নির্যাতন জুলুমের বিরুদ্ধে প্রথম হাতিয়ার
জয় বাংলা
তোমার ধ্বনিতে নেচে উঠে প্রাণ সবার
জয় বাংলা
তুমি মহান একাত্তরে বিজয়ের উল্লাস
জয় বাংলা
তোমার অহংকারে নাচে বাংলার আকাশ বাতাস
জয় বাংলা
তুমি মুক্তিযুদ্ধে ছেলে হারা মায়ের অহংকার
জয় বাংলা
তুমি ৩০ লাখ শহীদের আত্মার গর্বিত চিৎকার
জয় বাংলা
তোমার গর্জনে স্বাধীনতা এসেছে
জয় বাংলা
তোমার ভরসায় লাঞ্চিত মা বোন প্রাণ খুলে হেসেছে
জয় বাংলা
তোমার শক্তিকে প্রতিবাদী হয় দুর্বল
জয় বাংলা
তোমার আলোয় আলোকিত হয় বাংলার সকল অঞ্চল
জয় বাংলা
তুমি বাঙ্গালীর বাঙ্গালী তোমার
জয় বাংলা
তুমি সকল জনতার তোমায় রুখে সাধ্য কার
জয় বাংলা
তুমি অমর অব্যয় অক্ষয়
জয় বাংলা
তুমি চির বিজয়ী হবে না কভু তোমার পরাজয়
জয় বাংলা
আদিতে তুমি ছিলে অন্তেও থাকবে
জয় বাংলা
সত্যিকারের দেশপ্রেমীরা আজীবন তোমায় ভালবাসবে।
লেখক: কবি কুতুব বখতেয়ার।