ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেস এক্স’ এর প্রধান নির্বাহী ইলন মাস্ক এবার টুইটারের মালিকানায় যুক্ত হয়েছেন। বিজনেস ইনসাইডারের এক খবরে বলা হয়েছে, জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন ইলন মাস্ক। এর মাধ্যমে টুইটারের বৃহত্তম শেয়ার হোল্ডারে পরিণত হলেন মাস্ক।
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিনিয়োগ করেছেন বলে কথা। ফলে এ খবর সামনে আসতেই শেয়ার বাজারে লাফিয়ে বেড়েছে টুইটারের শেয়ারের দাম।সোমবার শেয়ার মার্কেট খোলার আগে এক ধাক্কায় ২৫ শতাংশেরও বেশি দাম বেড়েছে টুইটারের শেয়ার।
মর্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা নথি অনুযায়ী, ইলন মাস্ক টুইটারের আনুমানিক ৭৩.৫ মিলিয়ন শেয়ার কিনেছেন। ইলন মাস্ক টুইটারে বেশ সক্রিয়। প্রায় প্রতিদিনই টুইট করেন তিনি। আর এবার সোশ্যাল সাইটটির মালিকানাতেও যুক্ত হলেন।
যদিও এর আগে টুইটারের ‘বাকস্বাধীনতা’ পলিসি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছিল ইলন মাস্ককে। এমনকি নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করবেন বলেও জানিয়েছিলেন।
মার্কিন এই প্রযুক্তি ব্যবসায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। শোনা যাচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। অর্থাৎ তাঁর সম্পদ হতে পারে ১ ট্রিলিয়ন ডলার!