লিসবন, পর্তুগালঃ পর্তুগাল সফররত বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম, পি’র সাথে পর্তুগাল আওয়ামী লীগের পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম, পি’র পর্তুগাল আগমন উপলক্ষে দেশটির রাজধানী লিসবনে পর্তুগাল আওয়ামী লীগ এর উদ্যোগে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম, পি। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারিক আহসান।
সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম সভা সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন।
সভায় বক্তব্য রাখেন, পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মহসিন হাবিব ভুঁইয়া, সহসভাপতি মিজানুর রহমান মোল্লা, ইমরান হোসেন, জামাল ফকির , জাকির হোসেন।
সভায় উপস্হিত ছিলেন, পোর্তো শাখা আওয়ামী লীগের সভাপতি শরীফ ইসলাম , সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সালাউদ্দিন, কফিল উদ্দিন ভূইয়া শাকিল, চঞ্চল মাহমুদ, মাহাদী হোসাইন, ইমন শাহ প্রমুহ সহ অঙ্গ ও শাখা সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
সভায় পররাষ্ট্রমন্ত্রীর নিকট প্রবাসী বাংলাদেশীদের একটাই দাবি বাংলাদেশে পর্তুগালের একটি দূতাবাস স্থাপন করার জন্য। পর্তুগালে বসবাসরত বাংলাদেশীদের সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস প্রদান করেন মন্ত্রী। পর্তুগাল আওয়ামী লীগের ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।