ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা-পুলিশের তৎপরতায় হারানো ১০ লাখ ৩৫ হাজার টাকা ফেরত পেয়েছেন লোকমান মিয়া (২৮) নামের এক প্রবাসী। তিনি সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের বাসিন্দা।
লোকমান মিয়া চার বছর ধরে থাকেন সৌদি আরবে। গতকাল শনিবার দুপুরে তিনি ১০ লাখ ৩৫ হাজার টাকা হারিয়ে ফেলেন। পুলিশের সহায়তায় রাত ১২টার দিকে ওই টাকা ফেরত পান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান মিয়া কয়েক মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। দেশে ফিরে তিনি ছোট ভাই সুমন মিয়া, ভগ্নিপতি শাহজাহান মিয়া, চাচাতো ভাই সাইফুল ইসলাম ও ভাতিজা মমিন মিয়াকে সৌদি আরবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
শনিবার দুপুরে তিনি ওই ৪ জনের ভিসার জন্য ১০ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে নরসিংদী হয়ে ঢাকা যাচ্ছিলেন। ওই টাকা ভিসা প্রদানকারী ব্যক্তির বাড়ি নরসিংদীতে পৌঁছে দেওয়ার কথা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভগ্নিপতি শাহজাহানসহ কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি থেকে তিনি সিএনজিচালিত দুটি অটোরিকশাযোগে প্রথমে উপজেলা সদরের দিকে আসছিলেন।
সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী ঘাট এলাকায় পৌঁছে তাঁরা অটোরিকশা পরিবর্তন করেন। এ সময় টাকাভর্তি ব্যাগটি অটোরিকশায় থেকে যায়। কিছুক্ষণ পর টাকার কথা মনে হলে তাঁরা ছোটাছুটি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে ওই অটোরিকশার সন্ধান না পেয়ে বিকেল পাঁচটার দিকে বিষয়টি সরাইল থানা-পুলিশে অবহিত করেন।