মোস্তাফিজুর রহমান, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ নানা খ্যাত শফিউল্লাহ খাঁন ইন্তেকাল করেছেন।
৬ আগষ্ট শনিবার প্যারিসের অদূরে একটি হাসপাতালে রাত এগারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বাংলাদেশে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানায়।
বুধবার (১০ আগষ্ট) স্হানীয় সময় বাদ জোহর স্হানীয় একটি মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজা শেষে প্যারিসের অদূরে একটি কবর স্হানে তাকে দাফন করা হবে বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ নাতি নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুই যুগেরও বেশী সময় ধরে তিনি প্যারিসের অদূরে মেরি দ্যু ক্লিসি নামক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়েছে।
শফিউল্লাহ খাঁনের মৃত্যুতে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।