প্যারিস, ফ্রান্সঃ ফ্রান্সে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার ২৬ জুন উপমহাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ কাশেম সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র সহ–সভাপতি মোঃ আবুল কাশেম , সহ–সভাপতিদ্বয় সোহরাব মৃধা, কামরুল হাসান বকুল, শাহেদ আলী, সৈয়দ ফয়সল ইকবাল, জাকির হোসেন ভূঁইয়া, শাহজাহান রহমান, শুভ্রত ভট্টাচার্য শুভ, উপদেষ্টা পরিষদের সদস্য সালেহ আহমদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও গুলশান থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুশিবুর রহমান মুকুল।
যুগ্ম সম্পাদকদ্বয়, এমদাদুল হক স্বপন, ফয়সাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদকদ্বয়, সেলিম ওয়াদা শেলু, শওকত হায়াত বিপ্লব, সৌমেন বড়ুয়া সুমন, সাইদুর রহমান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমন। মহিলা বিষয়ক সম্পাদক নিগার আফরোজ খান, তথ্য ও গবেষণা সম্পাদক তরিকুল ইসলাম, উপ–প্রচার সম্পাদক মনসুর আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান সিদ্দিকী
যুবনেতা সেলিম আল দ্বীন সহ ফ্রান্স আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন সব বাধা–বিপত্তি উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে নির্মিত বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুনির্মাণ সফলভাবে সম্পন্ন করে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানান নেতৃবৃন্দরা।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।