মনোতোষ বড়ুয়া, প্যারিস, ফ্রান্স: ভ্রাতৃত্ব, সম্প্রীতি, প্রগতি কে লক্ষ্য করে ইউরোপের ২৮টি দেশে বসবাসরত রাউজান প্রবাসীদের নিয়ে একটি প্রফিটেবল ইউরোপীয়ান রাউজান ফাউন্ডেশন নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। পহেলা আগস্ট মঙ্গলবার ফ্রান্সের প্যারিস শহরে এই ফাউন্ডেশনের কমিটি গঠন পরবর্তী অভিষেক অনুষ্ঠান উদযাপন করা হয়।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক সসীম জিসির সঞ্চনালায় ও ফাউন্ডেশনের সভাপতি বিশু কুমার বড়ুয়ার সভাপতিত্বে টেলিকনফারেন্সের মধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
বিশেষ অথিতি ছিলেন ইতালী থেকে আগত মোহাম্মদ ফখরুল ইসলাম, আক্তার হোসেন, হিমুল বড়ুয়া, সুইজারল্যান্ডের সমীরণ বড়ুয়া যিশু, স্পেন থেকে আগত সনজিৎ বড়ুয়া, ফিনল্যান্ড থেকে আগত কৌশিক বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি এ বি এম ফজলে করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রফিটেবল ইউরোপীয়ান রাউজান ফাউন্ডেশন ইউরোপে বসবাসরত রাউজানের সকল প্রবাসীদের পাশে থাকবে এটাই প্রত্যাশা করি। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত রাউজানের প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে তিনি দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।
তিনি আরও বলেন সংগঠন প্রতিষ্ঠা করা বড় কথা নয়, সংগঠনকে গতিময় করে রাখাটাই হচ্ছে বড় দায়িত্ব। ইউরোপে ২৮টি দেশে অবস্থানরত রাউজান প্রবাসীদের সবাইকে অন্তর্ভুক্ত করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হিমুল বড়ুয়া, সহসাধারণ সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সংকর বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, সহ সাংগঠনিক সম্পাদক সনজিৎ বড়ুয়া, অর্থ সম্পাদক ধনঞ্জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুপায়ন, মহিলা সম্পাদিকা শ্রীমতী সুরমা বড়ুয়া, জনাব মিটু বড়ুয়া, জনাব কাজল বড়ুয়া, জনাব উত্তম বড়ুয়া প্রমুখ।