প্যারিস: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের এই দিনে সশস্ত্র মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু মাতৃভূমিকে মুক্ত করার ডাক দিয়েছিলেন। তিনি শত্রুসেনাদের বিতাড়িত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন।’
এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা, ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।
এই দিনটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে পালিত হয়। রোববার (২৬ মার্চ) ৫৩ তম মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, দূতাবাসের সকল কর্মকর্তা- কর্মচারী ও ফ্রান্স প্রবাসী কমিউনিটি ব্যক্তিবর্গের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর রাষ্ট্রদূত সকলকে নিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অতঃপর জাতীয় দিবসের আলোচনা কর্মসূচীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধা, সকল বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মা-বোনের অপরিসীম ত্যাগ-তীতিক্ষার কথা উল্লেখ করে বিশেষ এই দিনে তাঁদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে তার অসামান্য ও কালজয়ী নেতৃত্বের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বাংলাদেশের বিগত এক দশকের উন্নয়নচিত্র তুলে ধরেন। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ আজ রূপকল্প-২০২১ বাস্তবায়নের মধ্য দিয়ে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে যার ফলে বাংলাদেশ বিশ্বের বুকে আজ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে সুপরিচিত হবার সম্মান লাভ করেছে। এসময় তিনি রূপকল্প-২০৪১ বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল প্রবাসী বাংলাদেশীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একযোগে কাজ করার জন্য আহবান জানান এবং দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডের বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করেন। বক্তব্যের শেষে রাষ্ট্রদূত উপস্থিত সকলকে নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সাভার স্মৃতিসৌধে লিখিত প্রত্যয়ের পুনরাবৃত্তি করেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ প্রমুখ।
এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত একটি ভিডিও বার্তা দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচার করা হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে রোববার (২৬ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ ছাড়াও সংগঠনটির নেতা কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বীর শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা এবং ইফতারের আয়োজন করেন।
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ কাশেম।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সোহরাব মৃধা, শাহেদ আলী, ফয়সাল ইকবাল হাসেমী, জাকির হোসেন ভূইয়া, শাহজান রহমান, শুভ্রত শুভ, আকরাম খান। যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা হাসান, এমদাদুল হক স্বপন, ফয়সাল উদ্দিন, অপু আলম। সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শিক দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন- ২০৪১ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
জাতির জনকের স্বপ্নের সুখী সমৃদ্ধ উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সুসংগঠিত থেকে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সভাপতি এম এ কাশেম।
অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীসহ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী, সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।