Close

প্যারিস মাতালেন সংগীত শিল্পী শরণ বড়ুয়া

মনোতোষ বড়ুয়া, ফ্রান্সের প্যারিস থেকে: ফ্রান্সে আমন্ত্রিত হয়ে গানে-আড্ডায় প্রবাসীদের মাতিয়ে তুললেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী শরণ বড়ুয়া।

ফ্রান্সের প্যারিস শহরে দুটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইলেন শিল্পী শরণ বড়ুয়া।

২৬ ও ২৭ অক্টোবর আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহার এবং ফ্রান্স বিশ্ব শান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্র এর কঠিন চীবর দান ২০২৪ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে এই শিল্পীকে আমন্ত্রণ জানানো হয় প্যারিসে। 

শিল্পী শরণ বড়ুয়ার এইটি দ্বিতীয় সফর। গত বছর ২০২৩ ও শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ফ্রান্স কুশালয়ন মেডিটেশন সেন্টারে আমন্ত্রণ জানানো হয় এই শিল্পীকে।

প্যারিসে কনসার্টের অভিজ্ঞতা জানিয়ে ৯০ দশকের “স্বপ্নের সেই রাত” বাজিমাৎ করা এ্যালবামের এই শিল্পী বলেন, এতো মানুষ আসবে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাবতেই পারিনি। মনে হচ্ছিল, একখণ্ড বাংলাদেশ। তাদের উপস্থিতি দেখে আমি বিস্মিত হয়েছি। 

বিদেশ বিভূইয়ে দেশীয় সংগীতের প্রতি ফ্রান্স প্রবাসীদের ভালোবাসায় সিক্ত শিল্পী শরণ বড়ুয়াকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এ জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 তিনি দেশে ফিরবেন আগামী ৩১ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top