Close

প্রথম ভাষণে যা বললেন রাজা চার্লস

অনলাইন ডেস্ক: আমি তার সেই অঙ্গীকার রক্ষায় নতুন করে প্রতিজ্ঞা করছি। আমি সম্মান, মর্যাদা ও ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করে যাব।”  জাতির উদ্দেশে ভাষণে কিং চার্লস তৃতীয়।

মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গতকাল স্থানীয় সময় শুক্রবার জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ভাষণে ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশের জনগণের সেবা করার অঙ্গীকার করেন তিনি। বাকিংহাম প্যালেস থেকে দেওয়া ভাষণ সরাসরি সম্প্রচার করে বিবিসি।

রাজা তৃতীয় চার্লস বলেন, ‘অনেক কষ্ট নিয়ে আজ আপনাদের সামনে কথা বলছি। রাজপরিবারের পক্ষ থেকে আমি গভীর শোকানুভূতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রিয় মা, মহামান্য রানি আমার এবং পুরো পরিবারের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ। আমরা আমাদের মায়ের কাছে আন্তরিকভাবে ঋণী, যেমন করে প্রতিটি পরিবার তার মায়ের কাছে ভালোবাসা, স্নেহ ও পথ-নির্দেশনার জন্য ঋণী থাকেন।

’রাজা তৃতীয় চার্লস আরও বলেন, ‘আমার মা যে অঙ্গীকারের মধ্য দিয়ে তার রাজত্বের সূচনা করেছিলেন, আমি তার সেই অঙ্গীকার রক্ষায় নতুন করে প্রতিজ্ঞা করছি। আমি সম্মান, মর্যাদা ও ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করে যাব। এটা আমার অঙ্গীকার।’

রাজা তৃতীয় চার্লস বলেন, কেপটাউন থেকে ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তার ২১তম জন্মদিনে প্রতিশ্রুতি দিয়েছিলেন—কমনওয়েলথভুক্ত দেশের জনগণের সেবায় তিনি তার জীবন কাটিয়ে দেবেন। তিনি সেটাই করেছেন। এটি প্রতিশ্রুতির চেয়েও বেশি কিছু ছিল। ৭০ বছরেরও বেশি সময় ধরে তিনি মানুষের সেবা করেছেন।

ব্রিটেনকে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শাসনকাল ছিল ৭০ বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার বাকিংহাম প্রাসাদ থেকে তার মৃত্যুর খবর দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বালমোরালে মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top