Close

প্যারিসে পালিত হলো বৌদ্ধদের ‘কঠিন চীবর দানোৎসব’

মনোতোষ বড়ুয়া, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। প্যারিসের অদূরে অবস্থিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা বহু গ্রন্থ প্রণেতা পন্ডিত প্রাজ্ঞবংশ মহাথরো প্রতিষ্ঠিত ফ্রান্সস্ত বুদ্ধগয়া প্রাজ্ঞবিহার আন্তর্জাতিক ধ‍্যান কেন্দ্র দায়ক দায়িকা কতৃক আয়োজিত শুভ কঠিন চীবর দান। 

৬ নভেম্বর, রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সেইন্ট ডেনিশস্থ সালন ডু পার্ক। মিলনায়তনে উৎসবটি পালিত হয়।

কঠিন চীবর দান উপলক্ষে ভোর হতে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানে শীল গ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, ধর্মীয় শোভাযাত্রা, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দান সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।

অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন, ভদন্ত আনন্দ মহাথেরো।
ধর্ম দেশনা, ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু, ভদন্ত আনন্দ থেরো, ভদন্ত জোতিসার ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা, বাবু চন্দন বড়ুয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন, বাবু সীবলী বড়ুয়া।

২য় পর্বে, সভাপতিত্ব করেন, ড: লোকানন্দ মহাথেরো, ক‍্যালফোনিয়া র্লং বীচ সম্বোধি বুদ্ধ বিহার। অনুষ্ঠান উপস্থাপনা করেন, বাবু সুমন বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ড. নাগসেন ভিক্ষু, ইউকে প্রবাসী। প্রধান ধর্মালোচক ছিলেন, শ্রীমৎ মুদিতা রত্ন ভিক্ষু, অধ‍্যক্ষ বাংলাদেশ নিউইয়র্ক বুড্ডিষ্ঠ টেম্পল। সন্মানিত অতিথি ছিলেন, শ্রীলঙ্কার মান‍্যবর রাষ্ট্রদূত মিসেস প্রফেসর কে, সানিকা হিরিমবুরগামা।
উদ্বোধনী ভাষন দেন, ভদন্ত শ্রীমৎ কল‍্যানরত্ন ভিক্ষু। পরিচালক, বুদ্ধগয়া প্রাজ্ঞবিহার ধ‍্যান কেন্দ্র, ফ্রান্স। স্বাগত ভাষন দেন, বাবু মিটু কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা, বাবু কাজল বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন, বাবু কানন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাবু অসীম বড়ুয়া

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের  মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন, বাবু চয়ন বড়ুয়া, বাবু পলাশ বড়ুয়া ও বাবু সন্ত বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top