Close

ফ্রান্সে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস পালিত

প্যারিস: ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী। দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স, প্যারিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করেছে। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) প্যারিসের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দূতাবাসের সকল কর্মকর্তা- কর্মচারী এবং কমিউনিটির নেতৃবৃন্দ সহ জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে বিশেষ মোনাজাত এবং বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ সহ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন। উপস্হিত সবাইকে সাথে নিয়ে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উদযাপন করেন।

অন্যদিকে, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) ফ্রান্স আওয়ামী লীগ এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করেন নেতা কর্মীরা। প্যারিসের অদূরে কুটুমবাড়ী রেস্তোরাঁয় আলোচনা সভা ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল কাসেম, মো: শাহেদ আলী, সৈয়দ ফয়সাল ইকবাল, মনজুরুল হাসান চৌধুরী সেলিম। উপদেষ্টা, সালেহ আহমেদ চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক, ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শিলু, সাংস্কৃতিক সম্পাদক রিপন দেবনাথ, উপ-প্রচার সম্পাদক মনসুর আহমেদ। কার্যকরি সদস্য কামাল পাশা, কামাল সিকদার, ওয়াদুদ, মারুফ চৌধুরী অমিত সহ ছাত্রলীগ, যুবলীগ, প্যারিস নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এতে কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top