Close

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স আ, লীগ

বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স আওয়ামী লীগ।

২৩ আগস্ট, ২০২৪, শুক্রবার এক বিবৃতিতে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক দিলওয়ায়ার হোসেন কয়েছ বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে তারা বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে এ দেশে সংঘটিত গণহত্যার জন্য লজ্জিত নয়। বাংলাদেশের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পাকিস্তানীরা সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি এ দেশে স্বাধীনতার যাবতীয় স্মৃতিচিহ্ন ধ্বংস করতে যে তাণ্ডব চালানো হয়েছে তার পেছনে শাহবাজ শরিফদের হাত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সেই পরাজয়ের দগদগে ক্ষত পাকিস্তানি শাসক ও এ দেশে তাদের দোসররা এখনো বয়ে বেড়াচ্ছে। তার প্রমাণ এ দেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং গত ২১ আগস্ট (বুধবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top