সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে।
সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে শোক প্রকাশের এই বিবৃতি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃতকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর এবং তিনি সন্তান-সন্ততি, পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।