আজ ১০ ডিসেম্বর বর্ষিয়ান রাজনীতিবিদ ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেমের ৬৯ তম জন্মদিন। ১৯৫৪ সালের ১০ ডিসেম্বর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজিপুর গ্রামের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম নেন এম এ কাসেম। চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও চৌমুহনী এস. এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি।
এম এ কাসেম কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু কে হত্যার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, তখন নোয়াখালী সদরে যে কয়জন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের মধ্যে এম এ কাসেম একজন।
তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি ছিলেন অবিচল। দল এবং দলের সভাপতি শেখ হাসিনার প্রতি আনুগত্যের ক্ষেত্রে তিনি আপোষহীন।
দীর্ঘ দিনের রাজনৈতিক পথচলায় তিনি ফ্রান্স তথা সমগ্র ইউরোপের আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী হয়ে ওঠেন। এক-এগারো পরবর্তী আওয়ামী লীগ যখন ক্রান্তিকালে, তখন এম এ কাসেম ফ্রান্স আওয়ামী লীগের হাল ধরে দুঃসাহসিক ভূমিকা পালন করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুক্তি আন্দোলনে চষে বেড়ান সারা ইউরোপ। ফ্রান্স আওয়ামী লীগের রাজনীতিতে তিনি হয়ে উঠেন প্রধান কর্ণধার। যার ধারাবাহিকতা এখনো চলমান।
মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এম এ কাসেম।