Close

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অষ্টম নিরাপত্তা সংলাপ শুরু

usa- bangladesh

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অষ্টম নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার সকাল ৯টায় এ সংলাপ শুরু হয়। সংলাপে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডারসেক্রেটারি বনি জেনকিন্স তাঁর দেশের নেতৃত্ব দিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা সংলাপে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার, উন্নত সমরাস্ত্র কেনার লক্ষ্যে প্রতিরক্ষা চুক্তি জিসোমিয়া এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে (আইপিএস) বাংলাদেশের যোগ দেওয়ার মতো বিষয়গুলো অগ্রাধিকার পাওয়ার কথা রয়েছে। ঢাকায় গত মাসে অনুষ্ঠিত অংশীদারত্ব সংলাপেও এসব বিষয় গুরুত্ব পেয়েছিল।

ঢাকায় ২০ মার্চ অংশীদারত্ব সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাজনীতিবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছিলেন, আইপিএসে অর্থনৈতিক, নিরাপত্তা ও প্রযুক্তিগত উপাদান রয়েছে। এ উদ্যোগের বেশির ভাগ ক্ষেত্রে বাংলাদেশ যুক্ত হলে যুক্তরাষ্ট্র খুশি হবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দুই দেশের নিয়মিত অনেক বৈঠক গত দুই বছরে অনুষ্ঠিত হয়নি। গত ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে কিছুটা হলেও অস্বস্তি তৈরি করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top