প্যারিস, ফ্রান্স: কোটা আন্দোলনের নামে ৩০ লাখ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতন, অগ্নিসন্ত্রাস, জনসাধারণকে জিম্মি, বিশ্বদরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার বিএনপি, জামায়াতের মহা ষড়যন্ত্রের প্রতিবাদে প্যারিসে রবিবার প্রতিবাদ সভা করেছে ফ্রান্স আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতা কর্মীরা এবং প্রবাসী বাংলাদেশীরা।
রবিবার স্হানীয় সময় বিকেল ৫টায় প্যারিস শহরের লা স্যাপেল চত্বরে ঘন্টাব্যাপী প্রতিবাদ সভার আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ।
প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ। বক্তব্য রাখেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ উপস্হিত নেতৃবৃন্দ প্রমূখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি যথাক্রমে সোহরাব মৃধা, সৈয়দ ফয়সল ইকবাল, কামরুল হাসান বকুল, মঞ্জুর হাসান সেলিম, আকরাম খান, মোতালেব খান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, ফয়ছল উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সেলিম ওয়াদা শেলু, টিপলু ফকির, তরুণ সংগঠক চৌধুরী মারুফ অমিত সহ ফ্রান্স আওয়ামী লীগ, প্যারিস নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সাংস্কৃতিক এবং গণমাধ্যমের সংবাদকর্মী বৃন্দ।