Close

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের সাথে আনসারের সংঘর্ষ! উত্তাল ঢাকার রাজপথ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (২৫ আগস্ট) রাত ৯ টা ২০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে ঘটনাস্হলে গোলাগুলির আওয়াজ শুনা যায়। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে শিক্ষার্থীরা রেলমন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন এবং আনসার সদস্যরা জিরো পয়েন্ট এলাকায়। সম্পূর্ণ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা।

এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আনসার সদস্য বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে সচিবালয়ে আসি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটাছুটি করি। এক পর্যায়ে ঘটনাস্হলে সেনাবাহিনীর সদস্যরা আসার পর তারা আরো বেশী জঙ্গী কায়দায় আমাদের উপর ঝাপিয়ে পড়ে। সেনাবাহিনীর মৌন নীরবতা দেখে আমরা বিস্মিত।

এর আগে আন্দোলনরত আনসার সদস্যদের হাতে অবরুদ্ধ উপদেষ্টা ও সমন্বয়কদের উদ্ধারে সচিবালয়ের দিকে যান শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা টিএসসি অভিমুখে রওয়ানা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top