Close

ব্রাজিলে বাংলাদেশীরা ভিসা ছাড়া যেতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক, জয়বাংলা প্রতিদিন ডটকমঃ বাংলাদেশী সরকারি চাকরিজীবীরা এখন থেকে ভিসা ছাড়াই ব্রাজিলে যেতে পারবেন। মঙ্গলবার (১৯ জুলাই) ব্রাজিলের পররাষ্ট্র দফতরে এ চুক্তি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্রাজিল সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ভিসা সহযোগিতা চুক্তি। আর ইউক্রেন যুদ্ধের ডামাডোলে রোহিঙ্গা সংকট বিষয়টি যেন হারিয়ে না যায় সেই চেষ্টার আশ্বাস দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ ব্রাজিল।

দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানিসহ ব্যবসাবাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করছে সরকার। পশ্চিমা বিশ্বের বাইরে অগ্রসরমান অর্থনীতির দেশ ব্রাজিল সেই ক্ষেত্র হিসেবে দারুণ সুযোগ তৈরি করতে পারে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য দেশটিতে যাতায়াত সহজ করতে দুদেশের মধ্যে স্বাক্ষর হলো ভিসা সহযোগিতা চুক্তি।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো বলেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠানের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top