তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ প্রথম আলোকে বলেন, ‘সুবীররা বনে বসে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁদের সাহস ও অনুপ্রেরণা দিতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ল্যাপটপ উপহার দেওয়া হলো। মধুপুরে শিগগিরই আইসিটি প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে। এ ছাড়া গায়রা গ্রামে স্থাপন করা হবে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। গায়রা গ্রামের তরুণদের ফ্রিল্যান্সিংয়ে সহায়তা করতে আরও ২০টি ল্যাপটপ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেন অ্যান্ড ও কমার্স ফোরামের (উই) সভাপতি নাসিমা আক্তার, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান, লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর মধুপুর উপজেলার গায়রা গ্রামের ইন্টারনেট সমস্যার সমাধানে এগিয়ে আসে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান অ্যাম্বার আইটি এবং মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।