চট্টগ্রামঃ নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন চট্টগ্রামের নারীনেত্রী এডভোকেট জিনাত সোহানা চৌধুরী । রবিবার (১৯ নভেম্বর) সকালে তিনি মনোনয়ন পত্র জমা দেন বলে জানিয়েছেন। এর আগে শনিবার (১৮ নভেম্বর) একই আসন থেকে তিনি ও তার স্বামী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চট্টগ্রামের চান্দগাঁও বোয়ালখালী আসনে স্বামী-স্ত্রী দুজনই মনোনয়ন প্রত্যাশী। দুজনই একইদিন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।
প্রতিক্রিয়া জানতে চাইলে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, আমরা স্বামী -স্ত্রী দুজনই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী। সাংগঠনিক কাজের পাশাপাশি আমি দীর্ঘদিন বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জঙ্গিবাদ, মাদকবিরোধী প্রচারণা চালিয়ে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করেছি। আমি স্কুলজীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছি। মনোনয়ন পেলে তরুণদের কর্মসংস্থান ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। তিনি আরও বলেন, আমাকে দল মনোনয়ন দিলে আমি বোয়ালখালী তথা চান্দগাঁও ও বায়েজিদের আংশিক অংশের জনগণের জন্য সবটুকু উজার করে দিয়ে কাজ করবো। আমি মাদ্রাসায় জঙ্গিবাদ বিরোধী প্রচারণা, কওমিসহ সব ধরনের মাদ্রাসায় জাতীয় সংগীত পড়ানো, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা স্লোগান, মুক্তিযুদ্ধের গল্প তুলে ধরা সহ মাদ্রাসার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মুল ধারায় সম্পৃক্ত করার জন্য কাজ করেছি। তাছাড়া করোনাকালীন সময়ে ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে করোনা আইসোলেশন সেন্টার গড়ে বিনামূল্যে সেবা ও তাহের নাহার ফাউন্ডেশনের হয়ে ৩৫০টিরও অধিক সেমি পাকা গৃহনির্মাণ করে দিয়েছি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে।
প্রসংঙ্গত, এডভোকেট জিনাত সোহানা চৌধুরী সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য,চট্টগ্রাম চেম্বার অফ কমার্স ও উইমেন্স চেম্বার এন্ড কমার্সের সদস্যের পাশাপাশি ফারমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য হিসেবে কাজ করছেন।
অন্যদিকে জিনাত সোহানা চৌধুরীর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোহাম্মদ ইমরান আশির দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তিশালী ভিত গড়ে তুলেছেন। রাজনীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুবৃহৎ কমিউনিটি সংগঠন ‘ফ্লোরিডা বাংলাদেশ এসোসিয়েশনের’ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে। বর্তমানে মোহাম্মদ ইমরান মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।