কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এনামুল হক (৩৫) নামের এক আনসার সদস্য আহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, একটি হাটবাজারের ইজারা নিয়ে বিরোধে এ হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সম্প্রতি হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া কালাগাজির পাড়া হাটবাজারের ইজারাদার ফখর উদ্দিন ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে বলা হয়, ফখর উদ্দিন বৈধ ইজারাদার হয়েও হাটবাজারে টোল আদায় করতে পারছেন না। তাঁর সঙ্গে নিলাম ডাকে না পেরে তাঁর প্রতিপক্ষ টোল আদায়ে বাধা সৃষ্টি করছে। বৈধ হাটবাজারের পাশে অবৈধভাবে হাট বাজার বসিয়ে প্রতিপক্ষ টোল আদায় করছে। এ ঘটনায় মোহাম্মদ লোকমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেন ফখর উদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বাংলা সনে (১৪২৯) নিলামে সর্বোচ্চ দর ডাককারী হিসেবে কালাগাজির পাড়া হাটবাজার ইজারা পান ফখর উদ্দিন। কিন্তু হাটবাজার ইজারা না পেয়ে দ্বিতীয় ডাককারী মোহাম্মদ লোকমানসহ ছয় ব্যক্তি ফখর উদ্দিনের ক্ষতি করার জন্য নানাভাবে উঠেপড়ে লাগেন। তাঁরা বাজারের পাশে আধা কিলোমিটারের মধ্যে অবৈধভাবে আরেকটি হাটবাজার বসিয়ে টোল আদায় শুরু করেন। ইজারাদার ফখর উদ্দিন এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে অভিযোগটি তদন্ত করার জন্য ইউএনও তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেন।
অভিযোগ তদন্ত করার জন্য আজ বেলা সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার কালাগাজির পাড়া এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও ভাঙচুর করে। একপর্যায়ে দুর্বৃত্তরা গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে আনসার সদস্য এনামুল হক আহত হন। পরে আনসার সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা সড়কপথ ব্যারিকেড দেওয়ার পর আটকা পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় ব্যারিকেড ভেঙে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয় ইউনিয়ন পরিষদে অবস্থান নেন।
খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে অতিরিক্ত পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান মহেশখালীর ইউএনও মোহাম্মদ ইয়াছিন ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই। এ সময় ইউএনও কালাগাজির পাড়া হাটবাজারের পশ্চিমে আধা কিলোমিটার দূরে বসানো অবৈধ হাটবাজারটি উচ্ছেদ করেন।
ইউএনও মোহাম্মদ ইয়াছিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাটবাজারের আশপাশে এক কিলোমিটারের মধ্যে আরেকটি হাটবাজার বসানোর নিয়ম নেই। এরপরও হাটবাজার থেকে থাকলে সেখান থেকেও বৈধ ইজারাদার টোল আদায় করতে পারবেন। ইউএনও বলেন, আজ বিকেলে অবৈধ হাটবাজার উচ্ছেদ করতে গেলে এলাকার দুষ্কৃতকারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এ সময় দুষ্কৃতকারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এক আনসার সদস্য আহত হন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই প্রথম আলোকে বলেন, আহত আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।