মুজিবর মানে
মুজিবর মানে একটি মিছিলে
গর্জন তোলা একটি শ্লোগান,
মুজিবর মানে ৭ কোটি মানুষের
ঐক্যের ভাষন, মুক্তির গান।
মুজিবর মানে কঠিন মনোবল
নতুন স্বপ্নের বীজ বোনা,
মুজিবর মানে অধীনতা মুছে
স্বাধীনতাকে ছিনিয়ে আনা।
মুজিবর মানে হারানো অধিকার
ফিরিয়ে আনার উদহারণ,
মুজিবর মানে অস্তমিত সূর্যের
নতুন তেজে নতুন উদয়ন।
মুজিবর মানে এই বিশ্বভূমে
নতুন একটি মানচিত্রের কথা,
মুজিবর মানে পরিচয় দানে
স্বাধীন জাতির একটি পতাকা।
মুজিবর মানে মাত্র নয় মাসে
অর্জিত একটি স্বাধীনতা,
মুজিবর মানে মনে প্রানে
বাঙালীদের জাতির পিতা।
লিখেছেনঃ কবি কুতুব বখতেয়ার