Close

রানি এলিজাবেথ: রাজহাঁস হতে শুরু করে লন্ডনের রাস্তা- রানির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যা পাবেন চার্লস

সবচেয়ে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যের সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ জীবনকে নানা ভাবে যাপন এবং উপভোগের জন্যও সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন যুক্তরাজ্যের সবচেয়ে বিত্তশালী নারীদের একজন। তাঁর ছিল অনেক রাজপ্রাসাদ, রত্ন, ছিল অনেক ভূসম্পত্তি। তবে একই সাথে তিনি অনেক অনন্য এবং অপ্রত্যাশিত জিনিসেরও মালিক ছিলেন। এর সবকিছুই এখন উত্তরাধিকার সূত্রে চলে যাবে নতুন রাজা চার্লসের কাছে।

পোশাক

“রানি এবং রানি-মাতা নতুন ফ্যাশন চালু করার পথিকৃৎ হতে চান না। এটা তাদের কাজ যারা কম গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত”- ১৯৫৩ সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছিলেন রাজপরিবারের ফ্যাশন ডিজাইনার স্যার নরম্যান হার্টনেল।

রানি এলিজাবেথ প্রায়শই নীল পোশাক পরতেন, নীল তাঁর প্রিয় রঙ ছিল বলে মনে করা হয়। সৌদি আরবে এক রাষ্ট্রীয় সফরের সময় নীল পোশাকে রানি।

ছবির উৎস, GETTY IMAGES

ছবির ক্যাপশান, রানি এলিজাবেথ প্রায়শই নীল পোশাক পরতেন, নীল তাঁর প্রিয় রঙ ছিল বলে মনে করা হয়। সৌদি আরবে এক রাষ্ট্রীয় সফরের সময় নীল পোশাকে রানি।

রানি এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানটি হয়েছিল সেই বছরেই। তবে শেষ পর্যন্ত আসলে রানি তারা নিজস্ব এক পোশাকের স্টাইল তৈরি করেছিলেন, যেটি পরবর্তীকালে পশ্চিমা দুনিয়ার নারী নেত্রীদের ফ্যাশনের মানদন্ড হয়ে উঠেছিল।

তিনি দুই ইঞ্চি হিলের জুতা পরতেন এবং তার স্কার্টের ঝুল থাকতো হাঁটুর নীচে, সেই সঙ্গে স্কার্ট উড়ে যেন কোন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্যে ঝুলটা বেশ ভারী করেই তৈরি করা হতো।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top