Close

লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডন প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে হোটেল তাজে সাক্ষাৎ করেন তারা।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান নেতা এম এ কাসেম সহ অন্যান্য নেতা-কর্মীরা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দলের খোঁজখবর নেন এবং প্রবাসে দেশের ও দলের জন্য কাজ করার নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকলের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ইউরোপে বসবাসরত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে ভূমিকা রাখা, সর্বোপরি ভিশন ’৪১ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতা-কর্মীরা।

গত ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

৩ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় ৪ অক্টোবর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top