Close

শেখ সেলিমের সাথে ইউরোপিয়ান আ.লীগ নেতা মুজিব ও কাসেমের সৌজন্য সাক্ষাৎ

সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শেখ ফজলুল করিম সেলিম এমপি’র সাথে ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে আগামী ২৪ ডিসেম্বর। আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বর্তমানে দেশে অবস্হান করছেন। এ সময় তারা কর্মব্যস্হ সময় অতিবাহিত করছেন। আসন্ন সম্মেলনে গঠনতন্ত্র ও অভ্যর্থনা উপ কমিটির আহবায়ক বঙ্গবন্ধুর ভাগিনা শেখ ফজলুল করিম সেলিম এমপি কে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম প্রবাসের দলের অবস্থান তুলে ধরেন এবং সার্বিক পরিস্থিতি তাকে অবহিত করেন। সাবেক এই মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের বড় সম্পদ। তাদের পাঠানো রেমিট্যান্সে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সংকটে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ব্যাংকিং চ্যানেলে বেশী করে অর্থ প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের বড় ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ সেলিম প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শেখ সেলিম এমপি ফ্রান্সের বিভিন্ন সময়ে সফরের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে ফ্রান্স ভ্রমণের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top