পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খাদ্য সমস্যা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ হাতে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
আজ শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুল আলম বলেন, দেশে খাদ্য পণ্যের দাম একটু বৃদ্ধি হলেও পর্যাপ্ত খাদ্য আছে। দ্রব্যমুল্য বৃদ্ধি এটা বৈশ্বিক সমস্যা। ধৈর্য্যের সাথে মোকাবিলা করতে হবে। হতাশ হওয়ার কিছু নেই। সরকার কৃষকদের বীজ, সার কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দিয়ে উৎপাদন বৃদ্ধি করেছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামসুল আলম বলেন, বর্তমানে মোবাইল ফোনের প্রতি ঝুঁকছে ছেলে মেয়েরা। তবে অতিরিক্ত বা অপব্যবহার করা যাবে না। কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে। ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখতে তিনি অভিভাবকদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, শিক্ষা খাতে সরকার ব্যাপক উন্নয়ন করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন নির্মান করা হয়েছে। আমিও মতলব উত্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করতে অঙ্গীকারবদ্ধ। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সহযোগিতা করবেন।
দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আল-আমিনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান প্রমুখ ।