হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা আলম শওকত। তিনি পেয়েছেন ৬১৯৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আনারস মার্কায় পেয়েছেন ৫৬৬৯ ভোট।
বুধবার (১৫ জুন) ভোট গণনার পর তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে, মোটর সাইকেল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুল আলম চৌধুরী পেয়েছেন ১৯৭৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম উদ্দিন ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট ।
এভাবে ৯ জন মেম্বার ও ৩ জন মহিলা মেম্বারকেও বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
কোনো কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। ভোট গ্রহণ শেষে মেম্বার প্রার্থীদের সমর্থকেরা ২টা কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেও প্রশাসনের তৎপরতায় পুনরায় শৃঙ্খলা ফিরে আসে।
প্রসঙ্গত, এই ইউনিয়নে ভোটার সংখ্যা ২৪,৮৬৯জন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণের হার ছিল ৬০.১০ শতাংশ।