Close

হাটহাজারীতে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাটহাজারী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হাটহাজারী পৌর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়েআলোচনা সভা কেক কাটার আয়োজন করা হয়েছে।

হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোলায়মান সওদাগরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী দল সব থেকে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এই দলটি প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশের গণমানুষের আস্থার সংগঠনে পরিণত হয়।

এদিনে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে  পৌর আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল, বিকেল টায় আলোচনা সভা  কেক কাটা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগ নেতা . এনাম, লোকমান চৌধুরী, মোহাম্মদ সাঈদুর রহমান চৌধুরী, সেকান্দর তুহিন, নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, মোঃ সালাউদ্দিন, শাহ আলম, নেজাম উদ্দিন, মোঃ আলী, মোঃ হারুন, মোঃ রকিবুল ইসলাম রকিব ছাত্রনেতা মোঃ শাহেদ প্রমুখ।

সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দ্রুত হাটহাজারী পৌরসভা নির্বাচনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সোলায়মান চৌধুরী, সৈয়দ বদরুল, গিয়াস মেহেদী, আবুল কালাম, মোঃ ফরিদ, কামাল, সেলিম, যুব নেতা মোঃ সেলিম সহ পৌরসভা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষার্ধেশুভ শুভ শুভদিন আওয়ামী লীগের জন্মদিননেতাকর্মীদের মুহমুহ স্লোগানের মধ্যে দিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top