Close

আসছে আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’

nothing phone

হার্ডওয়্যার কোম্পানি নাথিং শিগ্গির বাজারে নিয়ে আসছে ‘নাথিং ফোন’ নামের স্মার্টফোন। প্রতিষ্ঠানটির মালিক ওয়ানপ্লাসের সাবেক সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই জানান এ ফোনটি অ্যাপলের আইফোনের বিকল্প হয়ে উঠতে পারবে। ভিন্ন ভিন্ন প্রযুক্তি একত্রিত করাই নাথিংয়ের শক্তি বলে উল্লেখ করেছেন পেই। আর অ্যাপলের শক্তি হচ্ছে , তারা নিজেরাই চিপসেট তৈরি করে এবং নিজেদের তৈরি সব ওএসইএস পরিচালনা করে। অন্যদিকে নাথিং একটি ‘ভিন্ন এবং উন্মুক্ত ইকোসিস্টেম’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে ‘পণ্যের একটি বন্ধ পরিসীমার মধ্যে থাকার বাধ্যবাধকতার পরিবর্তে নিজের পছন্দসই ব্র্যান্ড ব্যবহার করা যাবে। স্যামসাং এবং মাইক্রোসফট এখন পর্যন্ত নাথিংয়ের মতো রিসোর্স জোগাড় করতে পারেনি; কারণ নিজেদের নিয়ন্ত্রণে নেই এমন হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশীদারদের সঙ্গে ডিল করার সমস্যায় রয়েছে। ফোনটির প্রথম উন্মোচন অনুষ্ঠানে কার্ল পেই বলেন, ‘আমরা অ্যাপলের সবচেয়ে কাছাকাছি বিকল্প তৈরি করেছি।

ডিজাইন ও ফিচার : ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকছে তা নিশ্চিত করেছেন পেই। পেই বলেছেন, ‘নাথিং ওএস’ অ্যান্ড্রয়েড স্কিন ‘সব ধরনের ব্লোটওয়্যার সরিয়ে দেবে’ এবং অ্যাপগুলো ‘অত্যন্ত দ্রুতগতিতে লোড হওয়ার’ মসৃণ ও অভিন্ন অভিজ্ঞতা পাওয়া যাবে। এ ছাড়া ফোনটি তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে। চলতি মাস থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা নাথিং লঞ্চার ডাউনলোড করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top