Close

টুইটারে যৌথ টুইট সুবিধা

Twitter-10241

মাইক্রো ব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে। এখন থেকে টুইট বার্তা একটি কিন্তু দুজন মিলে লিখতে পারবে সেটি। আর বার্তাটি পোস্ট করা হলে দুজন লেখকের নামই দেখা যাবে। এরই মধ্যে এ সুবিধা চালুর জন্য গোপনে পরীক্ষাও চালাচ্ছে টুইটার। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে দুজন টুইটার ব্যবহারকারী নিজেদের পছন্দের বা একমত হওয়া বিষয়ে যৌথ টুইট করতে পারবেন। এমনকি পণ্যের প্রচারণা চালানোর পাশাপাশি কোনো বিষয়ে নিজেদের একাত্মতা প্রকাশ করতে পারবেন। অবশ্য যৌথ টুইট বার্তাটি সব ফলোয়ার রা দেখতে পারবেন না। এ জন্য অবশ্যই যৌথ টুইট বার্তা দেখার আমন্ত্রণ জানাতে হবে। শুধু মাত্র আগে থেকে সম্মতি দেওয়া ব্যক্তিরাই যৌথ টুইট বার্তা দেখতে পারবেন। যৌথভাবে লেখা টুইট বার্তাটি দুজন লেখকেরই অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে টুইটারে পোস্ট হবে। ফলে অনেক বেশি টুইটার ব্যবহারকারীর কাছে নিজেদের বার্তা পৌঁছানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top