Close

কাতার বিশ্বকাপ : দেখে নিন কে কোন গ্রুপে

boss

কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও প্রায় সাত মাস বাকি। কিন্তু, বেজে উঠেছে বিশ্বকাপের সুর। দলগুলো জেনে গেছে ২০২২ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রতিপক্ষ কারা।

কাতারের দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশনে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের ড্র।

বিশ্বকাপে ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি থাকবে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন গ্রুপে কোন দেশ পড়বে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে

গ্রুপ এ

এ-১ কাতার

এ-২ একুয়েডর

এ-৩ সেনেগাল

এ-৪ নেদারল্যান্ডস

গ্রুপ বি

বি-১  ইংল্যান্ড

বি-২ ইরান

বি-৩ যুক্তরাষ্ট্র

বি-৪ ইউরো প্লে-অফ (স্কটল্যান্ড/ইউক্রেইন/ওয়েলস)

গ্রুপ সি

সি-১  আর্জেন্টিনা

সি-২ সৌদি আরব

সি-৩ মেক্সিকো

সি-৪ পোল্যান্ড

গ্রুপ ডি

ডি-১  ফ্রান্স

ডি-২ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১(সংযুক্ত আরব আমিরাত/ অস্ট্রেলিয়া/পেরু)

ডি-৩ ডেনমার্ক

ডি-৪ তিউনিসিয়া

গ্রুপ ই

ই-১  স্পেন

ই-২ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২(কোস্টারিকা/নিউ জিল্যান্ড)

ই-৩ জার্মানি

ই-৪ জাপান

গ্রুপ এফ

এফ-১ বেলজিয়াম

এফ-২ কানাডা

এফ-৩ মরক্কো

এফ-৪ ক্রোয়েশিয়া

গ্রুপ জি

জি-১  ব্রাজিল

জি-২ সার্বিয়া

জি-৩ সুইজারল্যান্ড

জি-৪ ক্যামেরুন

গ্রুপ এইচ

এইচ-১  পর্তুগাল

এইচ-২ ঘানা

এইচ-৩ উরুগুয়ে

এইচ-৪ দক্ষিণ কোরিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top