Close

আরএডিপিতে কমল সাড়ে ১৭ হাজার কোটি টাকা

আইডিপি

প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা কমিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদন দেওয়া হয়। সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৩৭ হাজার ৩০০ কোটি টাকা এবং বৈদেশিক খাত থেকে ৭০ হাজার ২৫০ কোটি টাকা ব্যয় করা হবে।

এর আগে চলতি অর্থবছরে এডিপিতে ২ লাখ ২৫ হাজার ৩২৪ বরাদ্দ দেওয়া হয়। এর মাধ্যমে সংশোধিত এডিপিতে কমেছে প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top