মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় তৃতীয় স্থান (দ্বিতীয় রানারআপ) অর্জন করা কিশোয়ার চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশে অস্ট্রেলীয় দূতাবাস। বুধবার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ার বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীকে সংবর্ধনা দেন।
বৃহস্পতিবার অস্ট্রেলীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে অস্ট্রেলীয় দূতাবাস এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কূটনীতিক, ব্যবসায়ী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেরেমি ব্রুয়ার বলেন, ‘জীবনযাত্রার উন্নয়নে অসামান্য অর্জনগুলো প্রচার করাসহ কিশোয়ার যেভাবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, তা বিরল। অস্ট্রেলিয়ার আশ্চর্যজনক, সমৃদ্ধ, বৈচিত্র্যময় বহু সংস্কৃতির সমাজে বাংলাদেশিদের অবস্থানও কিশোয়ার তুলে ধরেছেন।’