Close

পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা ও নির্মাতা জননেত্রী শেখ হাসিনার প্রতি নৈবেদ্য

মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দেখো জগতের নয়া বিস্ময়

-লুৎফর রহমান রিটন

[পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা নির্মাতা জননেত্রী শেখ হাসিনার প্রতি নৈবেদ্য]

শোণিত প্রবাহে যাঁর শেখ মুজিবের দ্যুতি

মানে না সে কভু পরাজয়,

মুজিবকন্যা তিনি সুতরাং তাঁরও নেই

কোনো ভীতি, মৃত্যুর ভয়

দুহাজার এক সালে বিপুল সাহসী তিনি

দাঁড়ালেন পদ্মার তীরে

হত্যার নকশাকে দুই পায়ে দলে দলে

ষড়যন্ত্রের জাল ছিঁড়ে

মেধা আর প্রজ্ঞায় আপন যোগ্যতায়

বৈরিতা রুখে দিতে দিতে

বাঁধার প্রাচীর ভেঙে ইতিহাস গড়লেন

হিংসাঘৃণার বিপরীতে।

ভিত্তির প্রস্তর স্থাপনের শুরু থেকে

সোচ্চার দেশবিরোধীরা,

ধূর্ত শৃগালগুলো হুক্কা হুয়ায় মেতে

গেয়ে গেছে কতো গম্ভীরা!

দাঁতাল নিন্দুকেরা নখরদন্তে তাঁকে

করে গেছে ক্ষত বিক্ষত,

অপবাদ অপমান মোকাবেলা করেছেন

কোনো চাপে হন নাই নত

অবশেষে স্বপ্নের পদ্মা সেতুটা গড়ে

দেখিয়ে দিলেন পৃথিবীকে       

কতো দূরদর্শী অজেয় নেত্রী তিনি

তাঁর নাম শোনো দিকে দিকে

দেখো হে বিশ্বব্যাংক দাম্ভিক মোড়লেরা

দেখো মুজিবের কন্যাকে

শেখ মুজিবের পরে তাঁর নাম লিখে রাখো

নয়া পৃথিবীর বাঁকে বাঁকে।

মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দেখো

জগতের নয়া বিস্ময়   

অপরূপ দ্যুতি নিয়ে তাঁহার পদ্মা সেতু!

বাংলা বাঙালির জয়   

লুৎফর রহমান রিটন।
অটোয়া
২৯ মে ২০২২

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top